বাসস দেশ-২ : গণমানুষের কল্যাণে ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

130

বাসস দেশ-২
মুক্তিযুদ্ধমন্ত্রী-ছাত্রসংসদ-অভিষেক
গণমানুষের কল্যাণে ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক গণমানুষের অধিকার আদায়, শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সাভারে গণ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছাত্র সমাজের উদ্দেশে বলেন, মৌলিক অধিকার পূরণসহ মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করতে হবে। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার হিসেব করলে হবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি এ সময় শরীর ও মনের জন্য ক্ষতিকর কোনো কাজ, মাদক ও ধূমপান থেকে দূরে থাকার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান । মন্ত্রী বলেন, সহপাঠ্যক্রমিক কর্মকান্ড ও শিল্প সাহিত্যে নিজেদের নিয়োজিত রাখলে সমাজ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে । তিনি বলেন, মানুষে মানুষে ভেদাভেদ না করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় জাতির পিতার স্বপ্ন পূরণে সকলকে কাজ করতে হবে ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে একুশ হাজার ছাত্র শহিদ হন। মন্ত্রী এ সময় পাকিস্তানি আমলের আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা দিনগুলোয় ছাত্রসমাজের সক্রিয় ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
বাসস/সবি/এমএন/১৩৩৬/১৩৪৫/এমএবি