বাসস দেশ-২৫ : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যর্থ মিয়ানমার : মোমেন

233

বাসস দেশ-২৫
মোমেন-মিয়ানমার-রোহিঙ্গা
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যর্থ মিয়ানমার : মোমেন
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশের ব্যর্থতা নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশ নয়, বরং মিয়ানমারই তাদের জনগণকে সেদেশে ফেরত যেতে রাজি করতে ব্যর্থ।
তিনি বলেন, ‘মিয়ানমার সরকারের দায়িত্ব তাদের জনগণকে ফিরিয়ে নেয়া। কিন্তু তারা তা করতে ব্যর্থ।’
মন্ত্রী আজ শের-ই-বাংলা নগরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন চায় বাংলাদেশ। তিনি আরো বলেন, ‘আমরা তাদের ফিরে যেতে জোর করবো না। কিন্তু আমরা তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন দেখতে চাই।’ মিয়ানমার রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করেনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি তারা দেশে না ফিরে তবে তাদের আবাসের ব্যবস্থা হবে কি করে। তারা দেশে ফিরলে আবাসন পাবে।’
মিয়ানমার এই বিষয়ে আন্তরিকতা দেখাবে এমন আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, মিয়ানমার সরকার নিশ্চয় তাদের (রোহিঙ্গা) জন্য আবাসনের ব্যবস্থা করবে।’
পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শেখ ইউসুফ হারুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
বাসস/টিএ/অনু-এএএ/২১৫০/কেএমকে