বাসস সংসদ-৮ : সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস

270

বাসস সংসদ-৮
বিল-পাস
সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস
সংসদ ভবন, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ইউনেস্কোর সাথে চুক্তির শর্ত পূরণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবি এবং পরিচালনা বোর্ড গঠন-কাঠামোয় কয়েকটি সংশোধনী এনে আজ সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করে ৬ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। বোর্ডের সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল ৩ বছর করা হয়েছে।
এছাড়া বিলে মূল আইন অনুযায়ি মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত কোন ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, বিএনপির রুমিন ফারহানাসহ বিরোধী দলের কয়েকজন সদস্য বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/২১২৫/-অমি