২০৩০ সালের মধ্যে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

735

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এসডিজি’র লক্ষ্যমাত্রা মোতাবেক ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানির কভারেজ শতভাগ (প্রতি ৫০ জনের জন্য ১টি উৎস) নিশ্চিত করা হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে নিরাপদ পানি সরবরাহের অর্জিত কভারেজ ৮৭ শতাংশ। অর্থাৎ দেশের শতকরা ৮৭ জন মানুষ নিকটবর্তী উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহ করে থাকে। অবশিষ্ট দুই কোটির অধিক মানুষ অপেক্ষাকৃত দূরবর্তী উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহ করে থাকে বিধায় তারা এখনো নিরাপদ পানি ব্যবহারের কভারেজে অন্তর্ভূক্ত হয়নি। তবে বর্তমানে সকলেই নিকটবর্তী বা দূরবর্তী উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহ করে থাকে।
তিনি বলেন, নিরাপদ পানি প্রাপ্তির সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে নিরাপদ পানি সরবরাহের সেবা প্রদানের ফলে ৮ হাজার ৭৬৪ কোটি ১১ লাক টাকা ব্যয়ে মোট ৩১টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া সরকারি ও উন্নয়ন সহযোগিদের সহায়তায় ৪০ হাজার ৯৪৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে আরও ৪৫টি প্রকল্প অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে।