বাসস ক্রীড়া-১০ : ভারতে রায়পুরের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ সিরিজ হবে লক্ষ্ণৌতে

116

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-অ-২৩
ভারতে রায়পুরের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ সিরিজ হবে লক্ষ্ণৌতে
নয়া দিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নিজ মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি রায়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে সেটি এখন লক্ষ্ণৌয়ের একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতের উত্তর প্রদেশে নির্মিত এ নতুন স্টেডিয়ামটিতে ধারন ক্ষমতা পঁঞ্চাশ হাজার। স্টেডিয়ামটি নির্মিত হওয়ার পর কেবলমাত্র ২০১৮ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিসিসিআইর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মূলত সিরিজটি রায়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এক নাগারে বৃষ্টির কারণে ভেন্যু পরিবর্তন করতে হয়েছে।’
বাসস/১৮৪০/-স্বব