আরডিএ দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

323

বগুড়া, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) জনগোষ্ঠির উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী কর্মকান্ডের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
আজ বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ২৯তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,এই একাডেমির বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকান্ড যেমন-সুপেয় খাবার পানি নিশ্চিতকরণ, কমিউনিটি ভিত্তিতে বায়োগ্যাস সরবরাহ, পানি সাশ্রয়ী আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার উৎপাদনসহ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড বিশ্বের বিভিন্ন উন্নত দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানের এসব উদ্ভাবনী কর্মকান্ড দেশব্যাপী ছড়িয়ে দিলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে রূপান্তর হবে,আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।
আরডিএ’র মহাপরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মো. হাবিবর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.লুৎফুল হাসান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।