বাজিস-৭ : বগুড়ায় নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের সাথে কাজ করবে যুব স্বেচ্ছাসেবকরা

132

বাজিস-৭
বগুড়া-নারীর প্রতি সহিংসতা
বগুড়ায় নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের সাথে কাজ করবে যুব স্বেচ্ছাসেবকরা
বগুড়া, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নারী নির্যাতন, ইভটিজিংসহ নারীর প্রতি সবধরনের সহিংসতা রোধে জেলা পুলিশের সাথে কাজ করবেন যুব স্বেচ্ছাসেবকরা। এ লক্ষ্যে তাদের একদিনের লিডারশীপ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
পরে পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
জেলা পুলিশ ও ইএনএফপিএ’র উদ্যোগে নারীর প্রতি সব ধরণের সহিংসতা প্রতিরোধে ‘ইয়ুথ ভলান্টিয়ারস ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। সমাবেশ থেকে জানানো হয়, নারীর প্রতি সহিংসতা রোধে জেলা পুলিশ ও যুব স্বেচ্ছাসেবকরা একসাথে কাজ করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, ইএনএফপিএ’র কর্মকর্তা তামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮১০/এমকে