বাসস ক্রীড়া-৯ : কাল মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ-২০১৯’

123

বাসস ক্রীড়া-৯
ফুটবল-একাডেমী
কাল মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ-২০১৯’
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ’নতুন প্রতিভার অন্বেষণে’ সেøাগান নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মত বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায়, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে মাঠে গড়াতে যাচ্ছে ”বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ-২০১৯”।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে প্রথমবারের মত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ঢাকার দুইটি ও ঢাকার বাইরের দশটিসহ মোট ১২টি একাডেমী চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
গ্রুপ পর্ব শেষে শীর্ষ চারটি দল ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সেমিফাইনালে অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ও মেডেল ছাড়াও যথাক্রমে নগদ এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা করে পাবে। এছাড়া প্রতিটি দল খেলার জার্সি ও ম্যাচ ফি পাবে।
অংশ গ্রহনকারী দল:
গ্রুপ এ’: ফেনী এফ এ, এম কে গ্যালাকটিকো এবং ধলেশ্বরী এফ এ
গ্রুপ বি’: গোপনগর কেপিকে, ভুইয়া এফ এ, এফ সি খুলনা
গ্রুপ সি’ : ব্রাহ্মনবাড়িয়া এফ এ, গেন্ডারিয়া এফ এ, কেরানীগঞ্জ এফ এ
গ্রুপ ডি’: আসাদুজ্জামান এস এ, শামস-উল হক এফ এ, কুড়িগ্রাম এফ এ
বাসস/১৮০৫/-স্বব