বাজিস-৩ : ৩৭ কোটি টাকা ব্যয়ে বরিশাল-স্বরূপকাঠী সড়কের কাজ শুরু হচ্ছে

134

বাজিস-৩
পিরোজপুর-সড়কের কাজ
৩৭ কোটি টাকা ব্যয়ে বরিশাল-স্বরূপকাঠী সড়কের কাজ শুরু হচ্ছে
পিরোজপুর, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বরিশাল জোনের জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল-কড়াপুর-নবগ্রাম-স্বরূপকাঠী সড়কের পিরোজপুর অংশের কাজ শুরু হচ্ছে। ৩৬ কোটি ২৬ লক্ষ টাকা চুক্তি মূল্যে ৯ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটি প্রসস্তকরণের পাশাপাশি বিটুমিনাস কার্পেটিং করা হবে।
পিরোজপুর জেলার এ গুরুত্বপূর্ণ সড়কটিতে ৩ টি সেতু ও ১০টি কালভার্টও একই সাথে নির্মাণ করা হবে। ইতোমধ্যেই এ সড়ক ও সেতু কালভার্টের দরপত্র আহ্বান করে ঠিকাদারদের কার্যাদেশ প্রদান করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ৮৪ মিটার এর ১০টি কালভার্ট এ সড়কের বিভিন্ন স্থানে নির্মাণের পাশাপাশি মাহমুদকাঠী, সংগীতকাঠী ও কাটাপোলে ৩টি সেতু নির্মাণ করা হবে। সাংবাদিক মোঃ নজরুল ইসলাম জানান ,এ সড়কটির সেতু কালভার্ট ও বিটুমিনাস কার্পেটিং এর কাজ শেষ হলে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হবে এবং ব্যবসা-বাণিজ্যে যোগাযোগে অকল্পনীয় পরিবর্তনের সূচনা হবে। বাংলার আপেল খ্যাত স্বরূপকাঠীর সু-স্বাদু পেয়ারা, আমড়া এবং কাঠ ও ছোবরা শিল্পে তৈরী বিভিন্ন ধরণের সামগ্রী সড়ক পথে দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা সম্ভব হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ২০২১ সালের জুনের মধ্যে কাজ শেষ হবে এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
বাসস/সংবাদদাতা/১২-৩৬/নূসী