রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্য গ্রেফতার

264

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মো. রাসেল হোসেন (২১), জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ (২৬) ও আবু জাফর সোহেল (৩৬)।
আটককৃত রাসেলের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া। সে রাজশাহীর ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ছাত্র। ইমাম মাহমুদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া। অপর সদস্য রাসেল রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের বাসিন্দা।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
গ্রেফতারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য তারা তহবিল সংগ্রহ এবং কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে সংগঠিত হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।