নব্য জেএমবি’র দুই সদস্য বগুড়া থেকে গ্রেফতার

721

ঢাকা, ২২, মার্চ, ২০১৮ (বাসস) : বগুড়া থেকে নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-হাদিসুর রহমান সাগর ওরফে জুলফিকার (৩৬) ও আকরাম হোসেন খান নিলয় (২৪)।
এ সময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টালে জানানো হয়, বুধবার রাত দেড়টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিসান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা বলে পুলিশ নিশ্চিত করেছে।
আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবি’র মূল সমন্বয়ক ও অর্থদাতা এবং ২০১৭ সালের ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‌্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী।
তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে প্রাথমিক পর্যালোচনায় তাদের জঙ্গি সংশ্লিষ্ট গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
হাদিসুর রহমান সাগর জয়পুরহাটের সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের মো. হারুন-অর-রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।