বাসস ক্রীড়া-১০ : স্পেনের হয়ে ডাবল-সেঞ্চুরি করতে চান রামোস

114

বাসস ক্রীড়া-১০
ফুটবল-রামোস
স্পেনের হয়ে ডাবল-সেঞ্চুরি করতে চান রামোস
মাদ্রিদ, ১০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে অন্তত ২শ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান সেন্টার ব্যাক মিডফিল্ডার সার্জিয়ো রামোস। সম্প্রতি সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সমান সর্বোচ্চ ১৬৭টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এবার তার লক্ষ্য আরও বড়। জাতীয় দলের হয়ে অন্তত দু’শটি ম্যাচ খেলতে চান ৩৩ বছর বয়সী রামোস।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা’কে রামোস বলেন, ‘আমি দেশের হয়ে ২শ ম্যাচ খেলতে চাই। ফিটনেস ও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্বপ্ন পূরণ করা সম্ভব। আপতত এটিই আমার প্রধান লক্ষ্য।’
স্পেনের হয়ে ১৬৭ ম্যাচে ২১ গোল করেছেন রামোস। গোলরক্ষক হওয়ায় ১৬৭ ম্যাচে কোন গোল নেই ক্যাসিয়াসের। স্পেনের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩৩ ম্যাচ খেলেছেন ২০১৪ সালে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা জাভি।
বাসস/এএমটি/১৬৩০/স্বব