সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের প্রশংসা

154

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : ক্রিকেট ইতিহাসে নিজেদের তৃতীয় টেস্টে গতকাল অবিস্মরনীয় এক জয়ের স্বাদ নিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। ১১৫টি টেস্টের অভিজ্ঞতা থাকা বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে আফগানিস্তানের প্রশংসা।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স আফগানিস্তানের প্রশংসা করে বলেন, ‘তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নেয়ায় অভিনন্দন আফগানিস্তানকে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার ক্ষমতা এই দলের আছে।’
আফগানদের ঐতিহাসিক জয়ে নায়ক অধিনায়ক রশিদ খান। বল হাতে ১১ উইকেট ও ব্যাট হাতে ৭৫ রান করে ঐ ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি। তাই নিজেদের অফিসিয়াল টুইটারে রশিদের প্রশংসা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা লিখেছে, ‘সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টেস্ট জয়। ম্যাচে ১১ উইকেট। ব্যাট হাতে হাফসেঞ্চুরি। দুর্দান্ত একজন তারকা। রশিদ খান, ম্যান অব দ্য ম্যাচ।’
বাংলাদেশকে হারানোয় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের দুর্দান্ত জয়। রশিদের দলকে অনেক অভিনন্দন। শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে নয় বৃষ্টির সাথে লড়াই ছিলো আফগানদের।’