বাসস ক্রীড়া-৩ : পাকিস্তান সফরে যাবে না শ্রীলংকার দশ ক্রিকেটার

108

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-শ্রীলংকা
পাকিস্তান সফরে যাবে না শ্রীলংকার দশ ক্রিকেটার
কলম্বো, ১০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : চলতি মাসে নিজেদের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলংকার দশ ক্রিকেটার।
ইাম প্রত্যাহার করা ক্রিকেটাররা হলেন- লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুনারতেœ, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকবেলা।
শ্রীলংকার বোর্ডের সাথে আলোচনা করেই দেশের মাটিতে সিরিজ নিশ্চিত করেছিলো পিসিবি। কিন্তু দল ঘোষনার আগেই পাকিস্তানে খেলতে না যাবার কথা শ্রীলংকা বোর্ডকে জানিয়ে দিয়েছে ঐ দশ ক্রিকেটার।
ফলে ‘এ’ বা ‘বি’ দলের খেলোয়াড়দের পাকিস্তানের পাঠাতে পারে শ্রীলংকা বোর্ড। তাতেও যদি কাজ না হয়, তবে সিরিজটি বাতিলও হয়ে যেতে পারে। ফলে নিজেদের মাটিতে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ায় আবারো বড় ধরনের ধাক্কা খাবে পিসিবি।
সূচি অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে শুরু হবে পাকিস্তান-শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে শেষে ৫ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল।
বাসস/এএমটি/১১৩৫/স্বব