বাসস দেশ-২৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ-চীন অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব আবদুল মতিন খসরুর

144

বাসস দেশ-২৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
আওয়ামী লীগ প্রতিনিধি-চীনা কমিউনিস্ট পার্টি-কর্মশালা
দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ-চীন অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব আবদুল মতিন খসরুর

কর্মশালায় সংখ্যা লঘু সম্প্রদায়সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এরআগে সকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি মেইটান কাউন্টির গুইঝু স্প্রিং স্নো টি কোম্পানি পরিদর্শন করেন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার, এমপি, মোহাম্মদ আমিরুল আলম মিলন, মো. আজমতউল্লাহ খান, এবিএম রেজাউল কবির কাওসার, মো. রফিকুর রহমান, এমপি, বাসন্তি চাকমা, এমপি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য তরুণ কান্তি দাসসহ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা এসব প্রোগামে উপস্থিত ছিলেন।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের এই টিমটি ৪-১১ সেপ্টেম্বর চীন সফর করছেন।
বাসস/জিএম/অনু-এএএ/১৯৩৬/কেএমকে