বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস সম্মেলনে যোগদান

172

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : থাইল্যান্ড সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার ব্যাংককে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সেনাপ্রধানদের এক সম্মেলনে যোগদান করেন।
১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে ইন্দো-প্যাসিফিক আর্মি চীফস্ সম্মেলনে (আইপিএসিসি) এক সেমিনারে সেনাবাহিনী প্রধান ‘ট্রাস্ট বিল্ডিং অ্যামং ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্সেস ফর রিস্ক রিডাকশন : দ্য এক্সপেরিয়েন্স অব বাংলাদেশ’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।
জেনারেল আজিজ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) থাকাকালীন সীমান্তবর্তী দেশসমূহের ল্যান্ড ফোর্সের সাথে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান এ সেমিনারে তুলে ধরেন। এই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে চীফ অব স্টাফ, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়, এছাড়াও, সেনাবাহিনী প্রধান আজ ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।