বাসস দেশ-১৭ : নির্বাচন ভবনে আগুনের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

103

বাসস দেশ-১৭
ইসি-আগুন-কমিটি
নির্বাচন ভবনে আগুনের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নির্বাচন ভবনে আগুনের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানকে সভাপতি করে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইসির সহকারি সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলাম সদস্য সচিব, এছাড়া চারজন সদস্যের মধ্যে রয়েছেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি (পরিচালকের নিম্নে নয়)।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই কমিটিকে তিনটি বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে। এগুলো হলো- অগ্নিকা- সংঘটিত হওয়ার কারণ ও উৎস নির্ণয়, অগ্নিকা-ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ (আর্থিক মূল্যসহ) এবং ভবিষ্যতে এই ধরণের অগ্নিকা- যাতে না ঘটে এ ব্যাপারে সুপারিশ প্রণয়ন।
রোববার রাতে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টা নাগাদ এ ভবনের বেসমেন্টে আগুন লাগে। ঘন্টা খানেকের মধ্যে ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নেভাতে সমর্থ হয়।
বাসস/এমএসএইচ/১৮২০/জেহক