বাজিস-৮ : মাগুরায় সামাজিক বনায়নের ২৮ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ

133

বাজিস-৮
মাগুরা- সামাজিক বনায়ন
মাগুরায় সামাজিক বনায়নের ২৮ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ
মাগুরা, ৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): জেলার সদর উপজেলার আলমডাঙ্গা বেড়িবাঁধ এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী হিসেবে ২৮ জন গ্রামবাসির মধ্যে প্রায় ১০ টাকার চেক বিতরন করেছে বন বিভাগ।
আজ সোমবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে এসব চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার।
ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবুল বাশার জানান, ২০০১ থেকে ২০০২ অর্থবছরে জেলার সদর উপজেলার গাননালিয়ার আলমডাঙ্গা বেড়িবাঁধের ৫ কিলোমিটার এলাকায় ফলদ ও বনজ গাছ লাগানো হয়। যার দেখভালের দায়িত্বে ছিলেন ওই এলাকার ২৮ জন গ্রামবাসি।
তিনি জানান, সম্প্রতি এই গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি হয় মোট ১৬ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। এই টাকার ৫৫ শতাংশের অংশীদার সামাজিক বনায়নের উপকারভোগী ওইসব ব্যক্তির মধ্যে মাথাপিছু ৩৩ হাজার ৩১২ টাকা হারে মোট ৯ লাখ ৯৫ হাজার ৯০০ টাকার চেক প্রদান করা হয়।
উপকারভোগী কৃষকদের মধ্যে গাননালিয়া গ্রামের আমিরুল ইসলাম ও অহিদুল ইসলাম জানান, বিগত ১৭-১৮ বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে তারা গাছ বড় করে তুলেছেন। যার বিনিময়ে সরকারি এই অর্থ পেয়ে তারা খুশি। ভবিষ্যতে তারা এধরনের কাজে আরো বেশি করে সম্পৃক্ত হবেন।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/এমকে