বাসস দেশ-৩ : দেশের বিভিন্ন স্থানে নদনদীর পানি বৃদ্ধি ও হ্রাস পেতে পারে

135

বাসস দেশ-৩
নদনদী-পরিস্থিতি
দেশের বিভিন্ন স্থানে নদনদীর পানি বৃদ্ধি ও হ্রাস পেতে পারে
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে আগামী ২৪ ঘন্টায়।
ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পেতে পারে।
ব্রক্ষ্মপুত্র-যমুনা, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের ৯৩ টি নদ-নদীর পানি স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩৬টি নদীর পানি বৃদ্ধি এবং ৫৪টি পয়েন্টে হ্রাস পেয়েছে। বিগত ২৪ ঘন্টায় পানি অপরিবর্তিত ছিল ৩টি পয়েন্টে।
গত ২৪ ঘন্টায় দেশের লামা ১৫৩ মিলিমিটার, রামগড়ে ১২৫ মিলিমিটার, জাফলংয়ে ৭১ মিলিমিটার, কারাইঘাটে ৭০ মিলিমিটার, নারায়ণহাটে ৭২ মিলিমিটার এবং নোয়াখালীতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
বাসস/সবি/এসএস/১৪৪৫/কেএআর