বাজিস-১০ : দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

242

বাজিস-১০
সারাদেশ-আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০১৯ (বাসস): নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
বাসস-এর খুলনা সংবাদদাতা জানান, ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে আজ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমীন, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে একটি বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করতে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসডিজি-৪ (অন্তভূর্ক্তিমূলক ও সার্বজনিন মানসম্মত শিক্ষা) অর্জনে সরকার শিক্ষাখাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমানে বাড়িয়েছে। বর্তমানে দেশে শিক্ষার হার ৭৩ শতাংশ ও স্কুল পর্যায়ে ভর্তির হার ৯৮ শতাংশ।
এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাসস-এর কুমিল্লা সংবাদদাতা জানান, দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে শিল্পকল্পা একাডেমি থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
পরে টাউনহলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়ক ‘‘বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনউদ্দিনেরে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার এম.এ মজিদ, পিটিআই সুপার হারুন উর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. নাজমুল হক।
বাসস-এর নীলফামারী সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে রোববার বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা কার্যালয়ের আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলায় ইসলামিক ফাউ-েশনের উপপরিচালক মো. মারূফ রায়হান প্রমুখ।
বাসস-এর কুষ্টিয়া সংবাদদাতা জানান, সাক্ষরতা দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় কালেক্টটরেট চত্বর থেকে জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নেতৃত্বে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস-এর মেহেরপুর সংবাদদাতা জানান, র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আজ জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গণি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. ফজলে রহমান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম প্রমুখ। এরআগে জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্নাঢ্য র‌্যালী প্রদক্ষিণ করে।
বাসস-এর বান্দরবান সংবাদদাতা জানান, ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমবেত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দীসহ প্রমুখ।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ শীর্ষক শ্লোগানে জে লায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বনার্ঢ্য র‌্যালি বের হয়ে নড়াইল চৌরাস্তা হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” প্রতিপাদ্যকে সামনে রোববার সকাল ৯ টায় শহরে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়ায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক রবিউল ইসলাম। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাসহ বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৩০/এমকে