বাজিস-৯ : বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

124

বাজিস-৯
বগুড়া- মৃত্যু
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বগুড়া, ৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): জেলার গাবতলী উপজেলায় নাড়–য়ামালার হামিদপুর গ্রামে মুরগির খামারে শেয়াল ধরার ফাঁদে বিদ্যুৎতায়িত তারের স্পর্শে সঞ্জিত কুমার (৩২) নামে একব্যক্তি মারা গেছেন।
আজ রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জিত কুমার গাবতলীর পুরান বাজার এলাকার চুনিলালের পুত্র। সঞ্জিত ওই গ্রামের মামুন মন্ডলের মুরগির খামারে চাকুির করতো।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মুরগির খামারের চারপাশে শেয়াল ধরার জন্য জিআই তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। প্রতিরাতেই সবকাজ শেষে ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেয়া হতো। অসাবধানতাবশত রাতের কোন এক সময় ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারের কর্মচারী সঞ্জিত মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
তিনি জানান, খবর পেয়ে সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
বাসস/সংবাদদাতা/১৯১০/এমকে