বাসস ক্রীড়া-৭ : ডাচদের কাছে হারের পর বেলফাস্টে চাপে থাকবে জার্মানী

109

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইউরো-২০২০-জার্মান-উ.আয়ারল্যান্ড-প্রিভিউ
ডাচদের কাছে হারের পর বেলফাস্টে চাপে থাকবে জার্মানী
হামবুর্গ, ৮ সেপ্টেম্বর ২০১৯ (বাসস/এএফপি): ইউরো বছাইপর্বে ‘সি’ গ্রুপে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকালের ম্যাচে চাপে থাকবে জোয়াচিম লোর জার্মানী। তারুণ্য দিয়ে গড়া দলটি ঘুরে দাঁড়ালেও হল্যান্ডের কাছে শুক্রবারের বাছাইপর্বে ৪-২ গোলে পরাজিত হয়েছিল।
ইতিবাচক মনোভাব নিয়েই অবশ্য সোমবার বেলফাস্ট সফরে যেতে চায় জার্মানী। বাছাইপর্বের দৌঁড়ে টিকে থাকতে হলে গ্রুপ শীর্ষের দলটির বিপক্ষে অবশ্যই জয়লাভ করেত হবে তাদের। ইতোমধ্যে অবশ্য গ্রুপের চারটি ম্যাচে অংশ নিলেও কোনটিতে হার মানতে হয়নি বিষ্ময়কর পারফর্মেন্স অব্যাহত রাখা উত্তর আয়ারল্যান্ডকে।
লো শুক্রবার বলেছিলেন, ‘আমাদের জয় প্রয়োজন। মাঠে আমাদের এমনভাবে খেলতে হবে যাতে জয় নিয়ে ফিরতে পারি।’
বিশ্বকাপে চরম ব্যর্থতার পর জার্মানী সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দলটি এরপর ২০১৯ সালে টানা তিন ম্যাচে জয়লাভও করেছে। শুক্রবারের ম্যাচেও দারুন আত্মবিশ্বাসী ছিল লোর নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর দলটি। ওই ম্যাচে জয় পেলে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে পৌঁছে যেত জার্মানী। ফলে সরাসরি বছাইয়ে দ্বারপ্রান্তে পৌঁছে যেত তারা।
তবে হল্যান্ডের চেয়ে এক ম্যাচ বেশী খেলা জার্মানী ওই হারের পরও প্লে অফ ম্যাচ থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে। লো বলেন, ‘এখন তরুণ খেলোয়াড়দের জাগিয়ে তুলেত হবে আমাদের। তাদের মধ্যে এই অনুভুতি ছড়াতে হবে যে তারা আরো শক্তিশালী হতে পারে। আমি নিশ্চিত সোমবার এর প্রতিক্রিয়া তারা দেখাতে পারবে।’
হল্যান্ডের বিপক্ষে হেরে দলকে আবার পিছিয়ে দেয়ার কারণে প্রবল সমালোচনার মুখে পড়া লো বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের কৌশলগত পরিবর্তন আনবেন তিনি। জার্মান কোচ বলেন,‘ উত্তর আয়ারল্যান্ড দারুন একটি দল। তারা প্রায়ই দীর্ঘ পাসে খেলে। তারা এগিয়েও রয়েছে। সুতরাং আমাদের সুযোগ আঁটশাট হয়ে গেছে। আমাদের অবশ্যই কৌশল নিয়ে কিছু একটা ভাবতে হবে।’
লো কৌশলে নির্ভরতার কথা বললে শনিবার তার সমলোচনায় মুখর ছিল জার্মান গণমাধ্যম। বার্লিনের দৈনিক ডার টাগেসপিয়েগেল সতর্ক করে দিয়ে বলে,‘ হল্যান্ডের হার থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে।’ দেশটির সর্ববৃহৎ ট্যাবলয়েড বিল্ড বলে,‘ ঘন্টা বাজছে’, এখন আমরা বাছাই পর্ব নিয়েই শংকিত।
এদিকে জনপ্রিয় ম্যাগাজিন কীকারের দাবি, এখনই শংকিত হবার কারণ নেই। যদিও জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যায়ার সতর্ক করে দিয়ে বলেছেন, বেলফাস্ট সফরে জটিলতা আছে। তিনি দ্য বিল্ডকে বলেছেন,‘ আমরা জানি ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। ২০১৮ সালে আমরা সেই অভিজ্ঞতা অর্জন করেছি। সুতরাং এই ম্যাচটিতে গুরুত্ব সহকারে নেয়াটা জরুরী। এই মুহুর্তে বেলফাস্টে এ্যাওয়ে ম্যাচ খেলাটা আমাদের জন্য খুব একটা সহজ হবে না। তারা বাছাইপর্বের সবক’টি ম্যচই জয় করেছে। এমন দলের বিপক্ষে গোল করা প্রায়ই কঠিন হয়। ’
বাসস/এএফপি/এমএইচসি/১৮২০/স্বব