দেশের নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

161

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৯(বাসস) : ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি স্থিতিশীল আছে এবং গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় সুরমা-কুশিয়ারাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় নদÑনদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের ৯৩ টি নদ-নদীর পানি স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৭ টি নদীর পানি বৃদ্ধি এবং ৬৩ টি পয়েন্টে হ্রাস পেয়েছে ।বিগত ২৪ ঘন্টায় পানি অপরিবর্তিত ছিল ৩টি পয়েন্টে।
গত ২৪ ঘন্টায় দেশের কক্সবাজার জেলায় ৮৬ মিলিমিটার,টেকনাফ ৬৬ মিলিমিটার,লামা ৫৮ মিলিমিটার,কানাইঘাট ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।