বাজিস-৩ : জয়পুরহাটে গৃহহীণদেন জন্য নির্মাণ হচ্ছে ১৪০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ

139

বাজিস-৩
জয়পুরহাট-বাসগৃহ
জয়পুরহাটে গৃহহীণদেন জন্য নির্মাণ হচ্ছে ১৪০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ
জয়পুরহাট, ৮ সেপ্টম্বর, ২০১৯ (বাসস): জেলায় ভূমিহীনদের জন্য সরকারের সহায়তায় স্থানীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ১৪০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্র বাসস’কে জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় গৃহহীণদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। ১৪০ টি বাসগৃহ নির্মাণ কাজ সম্পন্ন করতে ৩ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা বরাদ্দ করেছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ২০৪১ সালের ভিশন অনুযায়ী উন্নত দেশে পরিণত হবে দেশ। সেই মিশন বাস্তবায়নে কাজ করছে সরকারের সকল বিভাগ। কোন পরিবার গৃহহীণ থাকবেনা নির্বাচনী এমন অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহগুলোর মধ্যে রয়েছে : জয়পুরহাট সদর উপজেলায় ৭২ লাখ ৩৮ হাজার ৮৬৮ টাকা ব্যয় সাপেক্ষে ২৮টি গৃহ, পাঁচবিবি উপজেলায় ৭৭ লাখ ৫৫ হাজার ৯৩০ টাকা ব্যয়ে ৩০টি গৃহ, আক্কেলপুর উপজেলায় ৭২ লাখ ৩৮ হাজার ৮৬৮ টাকা ব্যায়ে ২৮ টি গৃহ, ক্ষেতলাল উপজেলায় ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৭ টাকা ব্যয়ে ২৭ টি ও কালাই উপজেলায় ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৭ টাকা ব্যয়ে ২৭ টি বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। আগস্ট মাস পর্যন্ত ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুফাক্ষারুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১২০০/নূসী