বাসস ক্রীড়া-১২ : বাংলাদেশ নারী দলের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান

245

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-নারী
বাংলাদেশ নারী দলের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান
ডান্ডি, ৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৩০ রান। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে ইতোপূর্বেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন ওপেনার সানজিদা ইসলাম। ৬০ বলের ইনিংসে ছয়টি বাউন্ডিারি ও তিনটি ওভার বাউন্ডারি হাকান তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আরেক ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে। ৩৪ বল মোকাবেলায় চারটি বাউন্ডিারি হাকান তিনি। এ দুজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
নাটায়া বুচাথাম ৩১ রানে নেন দুই উইকেট।
বাসস/২০২৫/স্বব