বাসস ক্রীড়া-২ : আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ হ্যাট্ট্রিক ম্যান মালিঙ্গা

131

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-টি-২০
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ হ্যাট্ট্রিক ম্যান মালিঙ্গা
পাল্লেকেলে, ৭ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : গতরাতে পাল্লেকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে চার বলে ৪ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান শ্রীলংকার অধিনায়ক ও ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। অবশ্য মালিঙ্গার মত এমন কীর্তি গড়ে রেকর্ড বইয়ে এই তালিকায় সবার আগে নাম তুলেছেন আফগানিস্তানের বর্তমান অধিনায়ক লেগ-স্পিনার রশিদ খান।
চলতি বছর ফেব্রুয়ারিতে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে চার বলে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। এবার রশিদের পাশে নিজের নাম তুললেন মালিঙ্গা।
কবে আন্তর্জাতিক ক্যারিয়ারে এই নিয়ে দু’বার চার বলে ৪ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়লেন মালিঙ্গা। এমন কীর্তি বিশ্বের আর কোন বোলারের নেই। এ ম্যাচের আগে ওয়ানডেতে চার বলে ৪ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে গায়ানাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শেষ দিকে টানা চার বলে ৪ উইকেট নিয়ে শ্রীলংকাকে নিশ্চিত হার থেকে রক্ষা করে দলকে ১ রানের অবিস্মরনীয় জয় এনে দেন মালিঙ্গা। ঐ ম্যাচে মালিঙ্গার শিকার হয়েছিলেন- শন পোলক, এন্ড্রু হল, জক ক্যালিস ও মাখায়া এনটিনি।
এছাড়া গতরাতে হ্যাট্টিকে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাট্টিকের মালিক এখন তিনি। পাঁচবার আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্টিক করেছেন মালিঙ্গা। এরমধ্যে তিনবার ওয়ানডে ও দু’বার টি-২০তে। সবচেয়ে বেশি হ্যাট্টিকের মালিক হয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরামকে পেছনে ফেললেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে চারবার হ্যাট্টিক করেছেন আকরাম। টেস্টে ও ওয়ানডেতে দু’বার করে।
বাসস/এএমটি/১১৪৫/স্বব