বাসস প্রধানমন্ত্রী-১ : জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

249

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-শোক
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট গাব্রিয়েল মুগাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ইমারসন ড্যাম্বুজো মেনানগাওয়ার কাছে পাঠানো এক শোকবার্তায় বলেন, ‘আজকের এই দিনে আমরা সাবেক প্রেসিডেন্ট, আফ্রিকার জাতীয়তাবাদী ও বিপ্লবী বীর রবার্ট গাব্রিয়েল মুগাবের অবদানের কথা গভীরভাবে স্মরণ করছি।’
শেখ হাসিনা বলেন, জিম্বাবুয়েকে উপনিবেশিক, সা¤্রাজ্যবাদী ও সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসন থেকে মুক্ত করতে রবার্ট মুগাবের সংগ্রামের কথা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, এই দুঃসময় আমরা তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার ও জিম্বাবুয়ের বন্ধুপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
রবার্ট মুগাবে গত এপ্রিল থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বাসস/এসএইচ/অনুবাদ-এবিএইচ/০০০৫/মমআ/-এবিএইচ