বাসস দেশ-১১ : শ্রীলংকান মন্ত্রীর কুমিল্লায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

131

বাসস দেশ-১১
শ্রীলংকা-বিদ্যুৎকেন্দ্র-পরিদর্শন
শ্রীলংকান মন্ত্রীর কুমিল্লায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
কুমিল্লা, ৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিদ্যুৎ জ¦ালানী ও ব্যবসা উন্নয়ন মন্ত্রী রবি করুনা নায়েকেসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কুমিল্লা ও ফেনীতে দুটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
বৃহস্পতিবার তিনি সদর দক্ষিণ উপজেলাধীন জাঙ্গালিয়াস্থ লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর মন্ত্রী কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম সম্পর্কে এক মতবিনিময় মিলিত হন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবতরণের পর জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মন্ত্রীকে স্বাগত জানান। এর আগে তিনি ফেনী জেলায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
কুমিল্লার জাঙ্গালিয়াতে ২০১৪ সালে লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু হয়। পরে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৮২০/-আসচৌ