বাসস ক্রীড়া-৫ : ব্যাটিং বিপর্যয় নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

152

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট
ব্যাটিং বিপর্যয় নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। চা-বিরতির পর্যন্ত ৫ উইকেটে ৮৮ রান তুলেছে টাইগাররা। ৪ ওভারে ১ উইকেটে ১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম শূণ্য, সৌম্য সরকার ১৭, লিটন দাস ৩৩, সাকিব আল হাসান ১১ ও মুশফিকুর রহিম শূণ্য রানে আউট হন। মোমিনুল হক অপরাজিত ২৭ রান নিয়ে চা-বিরতিতে যান। আফগানিস্তানের রশিদ খান ১৬ রানে ৩ উইকেট নেন। ইয়ামিন আহমাদজাই-মোহাম্মদ নবী ১টি করে উইকেট নেন।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় সফরকারী আফগানিস্তান। আসগর ৮৮ ও উইকেটরক্ষক আফসার জাজাই ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু আসগর ৯২ ও জাজাই ৪১ রানে আউট হন। ৩শ’ রানের আগেই ফিরেন দু’জনে।
শেষদিকে অধিনায়ক রশিদ খানের ৬১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানের সুবাদে শেষ পর্যন্ত ৩৪২ রানের সংগ্রহ তুলে অলআউট হয় আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১১৬ রানে ৪টি, সাকিব আল হাসান-নাইম হাসান ২টি করে এবং মেহেদি হাসান মিরাজ-মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন।
ম্যাচের প্রথম দিন ওপেনার রহমত শাহ’র ১০২ ও আসগর আফগানের অপরাজিত ৮৮ রানের সুবাদে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭১ রান করেছিলো আফগানিস্তান।
বাসস/এএমটি/১৫১০/স্বব