টেস্টে সর্বোচ্চ দলীয় রান আফগানিস্তানের

147

চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : নিজেদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করালো সফরকারী আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নিজেদের সর্বোচ্চ ৩৪২ রানে অলআউট হয় আফগানরা। যা টেস্ট ইতিহাসে আফগানদের সর্বোচ্চ সংগ্রহ। অবশ্য টেস্ট মর্যাদা পাবার পর এটি আফগানিস্তানের তৃতীয় টেস্ট।
২০১৮ সালের ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে নামে আফগানিস্তান। ঐ টেস্টের দ্ইু ইনিংসে ১০৯ ও ১০৩ রান করে আফগানরা। টেস্টটি ইনিংস ও ২৬২ রানের বড় ব্যবধানে হারে আফগানিস্তান।
এরপর চলতি বছরের ১৫ মার্চ নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় টেস্ট খেলতে নামে আফগানিস্তান। ভারতের দেরাদুনে আফগানদের প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৪ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪৯ রান করেছিলো আফগানরা। তবে টেস্টটি ৭ উইকেটে জিতেছিলো আফগানিস্তান।
তাই নিজেদের প্রথম দুই টেস্টে আফগানিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ৩১৪ রান। যেটি দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলো তারা। আজ ঐ স্কোরকে ছাড়িয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেল আফগানিস্তান।