বাসস ক্রীড়া-১৩ : গর্বিত রহমত

251

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-টেস্ট-রহমত
গর্বিত রহমত
চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ডান-হাতি ব্যাটসম্যান রহমত শাহ’র হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেল আফগানিস্তান। চট্টগ্রামে আজ থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেন তিনি। তাই দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করতে পেরে গর্বিত রহমত। প্রথম দিনের খেলা শেষে রহমত বলেন, ‘আমার স্বপ্ন ছিলো, আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউটের পর হতাশ হয়েছিলাম। আজ আমি সুযোগ পেয়েছি এবং তা কাজে লাগিয়েছি।’
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অভিষেক টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি ওয়ানডেতে চার সেঞ্চুরির মালিক রহমত। ১৪ ও ৪ রান করেন তিনি। তবে আফগানদের দ্বিতীয় টেস্টে ঠিকই কথা বলেছে রহমতের ব্যাট। চলতি বছরের মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান রহমত। শেষ পর্যন্ত ৯৮ রানে থামেন তিনি। ফলে টেস্টে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরির স্বাদ নেয়া হয়নি। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রহমত আভাস দিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু সেটি গিয়ে থামে ৭৬ রানে। অর্থাৎ আফগানিস্তানের খেলা প্রথম দু’টি টেস্টে কোন ব্যাটসম্যানই সেঞ্চুরি করতে পারেননি।
অবশ্য টেস্ট দলের কোন ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানিস্তানকে। নিজেদের তৃতীয় টেস্টে আফগানিস্তানকে সেঞ্চুরির স্বাদ দিলেন দারুন এক ব্যাটসম্যান রহমত। আজ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন তিনি। যা ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কারন টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ানের নাম রহমত।
শুধুমাত্র সেঞ্চুরিই নয়, দেশের প্রথম হাফ-সেঞ্চুরিয়ানও রহমত। তাই নিজেকে গর্বিত মনে করছেন তিনি, ‘এটি আমার জন্য অনেক গর্বের। আমিই দেশের প্রথম হাফ-সেঞ্চুরি করেছি, আর এখন দেশের জন্য প্রথম সেঞ্চুরিও করেছি আমি।’
চারজন বিশেষজ্ঞ স্পিনার ও দু’জন অকেশনাল স্পিনার নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। তাই স্পিন সহায়ক পিচে ছয়জন স্পিনারকে শক্ত হাতে সামলিয়ে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরি তুলে নেন রহমত। তবে কাজটা আরও কঠিন ছিলো, যখন ৭৭ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। ঐ অবস্থায় থেকে সাবেক অধিনায়ক আসগর আফগানের সাথে ধৈর্য্যশীল জুটি গড়েন রহমত। ১২০ রানের জুটি গড়েন তিনি। এরমধ্যে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বাংলাদেশের স্পিনারদের সামলে কিভাবে বড় ইনিংস খেললেন রহমত, সেই রহস্য নিজেই জানান তিনি, ‘আমার পরিকল্পনা ছিলো সামনের পায়ে খেলা। তারা ভালো লাইন-লেন্থে বল করেছে। আমার জন্য ভালো ফিল্ডিং সেট করেছে। তাই আমার জন্য সহজ ছিলো না রান করা। আমি সর্বাত্মক সামনের পায়ে খেলার চেষ্টা করেছি।’
বাংলাদেশ স্পিনারদের সামলে অবিস্মরনীয় সেঞ্চুরি তুলে নিলেও, টাইগার স্পিনারদের প্রশংসা করেছেন রহমত। তিনি বলেন, ‘তাদের দুর্দান্ত স্পিন অ্যাটাক রয়েছে। বিশেষভাবে সাকিব তাদের সেরা স্পিনার। বিশ্বের এক নম্বর স্পিনার সে এবং টেস্টে তাইজুলের ভালো রেকর্ড রয়েছে। মিরাজও ভালো মানের স্পিনার।’
বাংলাদেশের একাদশে পেসার না থাকায় অবাকও হয়েছেন রহমত। কোন পেসার থাকবে না এমনটা আশাই করেননি তিনি। রহমত বলেন, ‘আমরা প্রতিপক্ষের পেস বোলারদের নিয়ে পরিকল্পনা করেছি কিন্তু তারা স্পিনার দিয়ে অ্যাটাক করেছে আমাদের।’
বাসস/এএমটি/২০২০/স্বব