টেস্ট : আফগানিস্তানের ‘প্রথম’ রহমত

297

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন ডান-হাতি ব্যাটসম্যান রহমত শাহ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্টে এই কীর্তি গড়েন তিনি। তিন নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি তুলে ১০২ রান করে আউট হন রহমত। তাই আফগানদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন ২৬ বছর বয়সী রহমত।
টেস্ট মর্যাদা পাবার পর গেল বছর প্রথম বড় ফরম্যাটে খেলতে নামে আফগানিস্তান। গেল বছরের জুনে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় আফগানিস্তানের। ঐ টেস্টে ইনিংস ও ২৬২ রানে হারে আফগানিস্তান। ঐ ম্যাচে আফগানদের পক্ষে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিলো হাসমতউল্লাহ শাহিদির। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৬ রান করেন তিনি।
এরপর চলতি বছর মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে জয়ের মুখ দেখে আফগানিস্তান। ৭ উইকেটের জয় পায় তারা। ঐতিহাসিক ঐ জয়ে আফগানদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছিলেন এই রহমতই। প্রথম ইনিংসে ১৫টি চারে ২১৪ বলে ৯৮ রান করেছিলেন তিনি। আফগানিস্তানের প্রথম দুই টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিলো রহমতের ৯৮ রান। অর্থাৎ প্রথম দুই টেস্টে কোন ব্যাটসম্যানই সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি।
অবশেষে টেস্টে সেঞ্চুরির বন্ধ্যাত্ব ঘোচালেন রহমত। আজ বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসের ৭০তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের স্পিনার নাইম হাসানকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন রহমত। নিজের ১৮৬তম বলে সেঞ্চুরি করেন তিনি। ফলে টেস্ট ফরম্যাটে নিজ দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে এলিট ক্লাবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন রহমত। এমন দুর্দান্ত অর্জনের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কায় ১৮৭ বলে ১০২ রান করেন রহমত। তাকে আউট করেন বাংলাদেশের নাইম।
নিজ দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানদের তালিকা :
খেলোয়াড় রান প্রতিপক্ষ ভেন্যু সাল
চার্লস ব্যানারম্যান (অস্ট্রেলিয়া) ১৬৫* ইংল্যান্ড মেলবোর্ন ১৮৭৭
উইলিয়াম গিলবার্ট গ্রেস (ইংল্যান্ড) ১৫২ অস্ট্রেলিয়া দ্য ওভাল ১৮৮০
জেমস সিনক্লেয়ার (দক্ষিণ আফ্রিকা) ১০৬ ইংল্যান্ড কেপ টাউন ১৮৯৯
ক্লিফোর্ড রোচ (ওয়েস্ট ইন্ডিজ) ১২২ ইংল্যান্ড ব্রিজটাউন ১৯৩০
স্টুই ডেম্পস্টার (নিউজিল্যান্ড) ১৩৬ ইংল্যান্ড ওয়েলিংটন ১৯৩০
লাল অমরনাথ (ভারত) ১১৮ ইংল্যান্ড বোম্বে ১৯৩৩
নজর মোহাম্মদ (পাকিস্তান) ১২৪* ভারত লাকনাউ ১৯৫২
সিদাথ বেটিমুনি (শ্রীলংকা) ১৫৭ পাকিস্তান ফয়সালাবাদ ১৯৮২
ডেভ হটন (জিম্বাবুয়ে) ১২১ ভারত হারারে ১৯৯২
আমিনুল ইসলাম বুলবুল (বাংলাদেশ) ১৪৫ ভারত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ২০০০
কেভিন ও’ব্রায়ান (আয়ারল্যান্ড) ১১৮ পাকিস্তান ডাবলিন ২০১৮
রহমত শাহ (আফগানিস্তান) ১০২ বাংলাদেশ চট্টগ্রাম ২০১৯