সোনার বারসহ কেবিন ক্রু আটক

331

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ এক কেবিন ক্রুকে আটক করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত ইউএস বাংলা এয়ারলাইন্সের এই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৮২ পিস বার রয়েছে। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের এ্যারাইবেল গেইট এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল বাসসকে জানান, ‘বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের কেবিন ক্রু ছিলেন রোকেয়া শেখ মৌসুমী (২৪)। শাহজালালে বিমানটি অবতরণের পর বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের এ্যারাইবেল গেইট এলাকা দিয়ে সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হচ্ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। সে তখন অস্বীকার করলে তাকে শাহজালালের কাস্টমস জোনে এনে তল্লাশি করা হয়। পরে তার দুই উরুতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ১০ কেজি সোনা পাওয়া যায়।’
প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা। যার মধ্যে মোট ৮২ পিস বার রয়েছে। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে তিনি জানান।
এব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।