বাসস দেশ-২৬ : টার্মিনাল ফি সংগ্রহের জন্য পেট্রোবাংলার সাথে আইএফআইসি ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

113

বাসস দেশ-২৬
চুক্তি-পেট্রোবাংলা-আইএফআইসি
টার্মিনাল ফি সংগ্রহের জন্য পেট্রোবাংলার সাথে আইএফআইসি ব্যাংকের সমঝোতা স্বাক্ষর
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): সামিট এলএনজি টার্মিনাল কোম্পানীর সকল টার্মিনাল ফি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সংগ্রহ করবে। এ লক্ষ্যে পেট্রোবাংলার সাথে আইএফআইসি ব্যাংকের মধ্যে আজ এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
পেট্রোবাংলার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাওরান বাজার পেট্রোবাংলার বোর্ড রুমে পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) শাহ মো. মঈনুদ্দিন সমঝোতা স্মারকে সই করেন।
সে সময় পেট্রোবাংলার চেয়ারম্যান এমডি রুহুল আমিন, পরিচালক প্রশাসন এম মোস্তফা কামাল, পরিচালক অর্থ হারুন উর রশীদ এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারোয়ারসহ উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/এসএএস/কেকে/অনু/১৮৫০/কেএমকে