বাসস দেশ-২৪ : আবহাওয়া উপযোগি নতুন জাতের ফসল উদ্ভাবন করতে অষ্ট্রেলিয়ান গবেষকদের পরামর্শ

101

বাসস দেশ-২৪
কৃষিমন্ত্রী-বৈঠক
আবহাওয়া উপযোগি নতুন জাতের ফসল উদ্ভাবন করতে অষ্ট্রেলিয়ান গবেষকদের পরামর্শ
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : অষ্ট্রেলিয়ান গবেষকরা বাংলাদেশের মাটি ও আবহাওয়া উপযোগি নতুন-নতুন জাতের ফসল উদ্ভাবন ও আবাদ করার পরামর্শ দিয়েছেন।
দেশের উপকূলিয় এলাকার পাশাপাশি উত্তরাঞ্চলেও ডালের আবাদ করা যায় উল্লেখ করে গবেষকরা বলেন,‘আমরা বাংলাদেশের গবেষকদের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশে সফররত ওয়ের্ষ্টান ইউনিভারসিটি অব অষ্ট্রেলিয়া’র পরিচালক অধ্যাপক ড.উইলিয়াম আর্সকাইনের নেতৃত্বে অষ্ট্রেলিয়ান গবেষকদের একটি প্রতিনিধি দল আজ বুধবার কৃষিমন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে বৈঠককালে এ কথা বলেন।
তারা জানান, গবেষণার জন্য বাংলাদেশের আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন নাই। তবে গবেষক ও বিজ্ঞানীদের দক্ষতা বাড়াতে হবে।
উদ্ভাবিত নতুন ডালের জাত কৃষকদের কাছে পৌঁছানোর পাশাপাশি সাতক্ষিরায় লবাণাক্ততা সহিষ্ণ ফসলের জাত আবাদ করারও পরামর্শ দেন গবেষকরা।
এ সময় কৃষিমন্ত্রী বলেন,‘ সরকার আমাদের জন্য ডালের উৎপাদন বাড়াতে কাজ করছে। একসময় কানাডা থেকে প্রচুর পরিমান মুশুর ডাল আমদানি করা হতো, এখন আমারা ডাল রপ্তানির মতো অবস্থায় পৌঁছেছি। বাংলাদেশে ডালের উৎপাদন বৃদ্ধির জন্য উপকুলিয় এলাকায় ডাল ও ভুট্টা উৎপাদন বাড়াতেও কাজ চলছে।’
তিনি বলেন,নোয়াখালী ও লক্ষীপুর জেলায় পুষ্টিমান সমৃদ্ধ সয়াবিনের আবাদ হয়। সয়াবিনের আবাদ আরও বাড়াতে হবে। এছাড়াও দেশের উপকূলীয় চরাঞ্চল,বিশেষ করে বরিশাল,পটুয়াখালী, ভোলা ও বরগুণাতে সয়াবিনের চাষ হচ্ছে। এছাড়া অঞ্চল ভিত্তিক নতুন-নতুন ডালের জাত উদ্ভাবন করা হচ্ছে।
অষ্ট্রেলিয়ার এ দলটি বাংলাদেশে মূলত ডাল নিয়ে গবেষণার কাজ করে। তারা গবেষণার জন্য বছরে ৩০ লাখ মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. রাজ্জাক বলেন,‘বিদেশি কূটনীতিকদেরে সাথে বিএনপি’র বৈঠক নিয়ে আমাদের কোন আশঙ্কা বা উদ্বেক কোনটিই নেই। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন এজন্যই তারা রাষ্ট্রদূতদের নিয়ে সভা করতে পারে।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে অপরাধের জন্য আটক করেছে, সে এতিমদের টাকা মেরে খেয়েছে,তার ব্যাপারে আদালত সিদ্বান্ত দিবে। আওয়ামী লীগ অনেক সুসংগঠিত দল। প্রশাসন অনেক সুশৃঙ্খল। বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না।’
বাসস/সবি/জেডআরএম/১৮৩৫/-আসচৌ