সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের পদ জেসিও সমমানের করার সুপারিশ

245

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের পদমর্যাদা ও বেতনস্কেল জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সমমান করতে পুনরায় সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মোঃ মোতাহার হোসেন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান সভায় অংশগ্রহন করেন।
সভায় কক্সবাজার খুরুশকুল আশ্রায়ন প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কাজের মান বৃদ্ধি ও নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ করা হয়।
এছাড়াও সভায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে শান্তিরক্ষী প্রেরণের দিক থেকে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে এবং ৭ টি দেশের ৯ টি শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬জন সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়াসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।