নওগাঁয় ১বছরে ২১১ কোটি ৩১ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন

218

নওগাঁ, ৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ বিগত ২০১৮-১৯ আর্থিক বছরে জেলায় মোট ২১১ কোটি ৩১ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে ৫০১ কিলোমিটার রাস্তা ও ৪০২ মিটার ব্রীজ/কার্লভাট নির্মাণ এবং অন্যান্য ২০৫টি প্রকল্প বাস্তবায়ন করেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মোঃ মাকসুদুল আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অর্থ বছরে এ ডি পি খাতে মোট ২১১ কোটি ৩১ লক্ষ ২৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে যার সমুদয় অর্থ ব্যয় সাপেক্ষে সবগুলো প্রকল্পের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে ।
সূত্র মতে প্রকল্প অনুযায়ী ব্যয়কৃত অর্থের পরিমান হচ্ছে পল্লী সড়ক ও কার্লভাট মেরামত কর্মসূচীর আওতায় নওগাঁ জেলায় ২৪৫ দশমিক ০৫ কিঃ মিঃ রাস্তা নির্মাণ, ১২ দশমিক ৩০ মিটার ব্রীজ/কার্লভাট নির্মাণ ও অন্যান্য ২টি প্রকল্পে মোট ৪৬ কোট টাকা, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫২ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা নির্মাণ ও ৩৯ মিটার ব্রীজ/কার্লৃভাট নির্মাণ কাজে ২৯ কোটি টাকা, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২ এর আওতায় ৫০ দশমিক ৮৩ কিলোমিটার রাস্তা নির্মাণ ও ৯০ মিটার ব্রীজ কার্লভাট নির্মাণ কাজে ২১ কোটি ১৪ লক্ষ ৭০ হ্জাার টাকা, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতীত) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১৪৩ দশমিক ২১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে ৮১ কোটি ২৫ লক্ষ টাকা, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ শীর্ষক ৪টি প্রকল্পে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা, উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে ১৮৯ দশমিক ১০ মিটার সেতু নির্মাণ কাজে ৭৬ লক্ষ ৬০ হাজার টাকা, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক ও অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা নির্মাণ ও ৩১ দশমিক ৬০ মিটার ব্রীজ/কার্লভাট নির্মাণ কাজে ৫ কোটি ৫০ লক্ষ টাকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ৪টি প্রকল্প বাস্তবায়নে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যাদুঘর নির্মাণে ১টি প্রকল্প বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ৪০ মিটার ব্রীজ/কার্লভাট নির্মাণে ৫ কোটি টাকা, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন খাতে মোট ১৮২টি প্রকল্প বাস্তবায়নে ৭ কোটি ৫০ লক্ষ টাকা, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনঃনির্মাণ কাজে ৬টি প্রকল্প বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা, গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পে ৬ দশমিক ৩৯ তিলোমিটার রাস্তা নির্মাণ কাজে ২ কোটি টাকা, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন খাতে ৫টি প্রকল্প বাস্তবায়নে ৩ কোটি ২৩ লক্ষ টাকা এবং রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কর্মসূচীতে ১টি প্রকল্প বাস্তবায়নে ৩৬ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাকুসুল আলম আরও জানিয়েছেন ,এসব প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে জেলার গ্রামীণ জনগোষ্ঠীর যাতায়াত সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে।