বিশ্বমানের নৌনেতৃত্ব গঠনে মেরিন একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ : নৌপ্রতিমন্ত্রী

186

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বমানের নৌনেতৃত্ব গঠনে বাংলাদেশ মেরিন একাডেমির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘নাবিকরা বাংলাদেশের আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর। তারা আমদানি রপ্তানি নির্ভর বিশ্বের অন্যতম চালিকা শক্তি।’
প্রতিমন্ত্রী মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
খালিদ মাহমুদ বলেন, মেরিন সেক্টরে দক্ষ জনবল রয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে মেরিনার্সদের ভূমিকা অপরিসীম। মেরিন সেক্টরের উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, শিগগিরই একটি আন্তর্জাতিক মানের মেরিটাইম প্রশিক্ষণ এনভায়রনমেন্ট গড়ে তোলার পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ দেশের শীর্ষ স্থানীয় ১০টি সমুদ্রগামী জাহাজ মালিক/কোম্পানিকে সম্মাননা প্রদান করা হয়। প্রথম জাহাজ মালিক মরহুম সানাউল্ল¬াহ চৌধুরীকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
মেরিন একাডেমির কমান্ড্যান্ট চাটার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন, মেরিন/শিপিং অঙ্গনের ব্যক্তিবর্গ, একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।