বাসস বিদেশ-২ : অষ্ট্রেলিয়ার প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্বনিম্ন

124

বাসস বিদেশ-২
অষ্ট্রেলিয়া-জিডিপি
অষ্ট্রেলিয়ার প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্বনিম্ন
সিডনি,৪ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : অষ্ট্রেলিয়ার বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্ব নিম্নপর্যায়ে নেমে এসেছে। বুধবার প্রকাশিত সরকারী পরিসংখ্যানে বলা হয়, গত জুন পর্যন্ত এক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ১.৪ শতাংশ।
অষ্ট্রেলিয়ান ব্যুরো অব স্টাটিস্টিকসের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে পূর্ববর্তী ত্রৈমাসিকের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে মাত্র ০.৪ শতাংশ।
চিফ ইকোনমিস্ট ব্রুস হুকম্যান বলেন, এই ত্রৈমাসিকে বৈদেশিক খাতে জিডিপি কমে গেছে এবং অভ্যন্তরীণ খাতে জিডিপি স্থিতিশীল রয়েছে।
প্রায় ২৮ বছর ধরে অষ্ট্রেলিয়া অর্থনৈতিক মন্দা এড়াতে সক্ষম হলেও বুধবারের পরিসংখ্যান দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।এই প্রবৃদ্ধি ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ের জিডিপির চেয়েও কম।
ভোক্তা ব্যয় নি¤œমুখী রাখতে এবং আবাসন মার্কেটের ধস ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার সুদের হার রেকর্ড সর্বনি¤œ ১ শতাংশ নির্ধারণ করেছে।
বাসস/এএফপি/অনুবাদ-এমএবি/১২২৫/এমএসআই