হবিগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ

285

হবিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপি প্রশিক্ষণের আয়োজন করেছে উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র।
আজ মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার প্রেসিডেন্ট ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি দেওয়ান মিয়া, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম প্রমুখ।
উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেশে মাঝারী ও ভারী শিল্প প্রতিষ্ঠান এবং ‘সাপ্লাই এন্ড লিংকেজ ইন্ডস্ট্রি’ স্থাপনের লক্ষ্যে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে জেলার নয়জন নারীসহ ২৫জন উদ্যোক্তা হতে আগ্রহী ব্যাক্তি অংশ নিচ্ছেন।