নাটোরে মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

321

নাটোর, ৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার বড়াইগ্রাম পৌরসভায় আজ মঙ্গলবার মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে ভাতাপ্রাপ্ত ৪৫০ জন উপকারভোগীদের জন্য দিনব্যাপী এই ক্যাম্প আয়োজন করা হয়। হেলথ ক্যাম্পে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মায়েদের সচেতন করা হয়।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আজ এই হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন।
বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু তালেব শিকদার।
হেলথ ক্যাম্পের উদ্বোধন করে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত একদশকে নারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও শিক্ষাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী ও প্রশিক্ষণের মধ্যদিয়ে নারীদের এগিয়ে নেয়া হয়েছে।
পরে প্রধান অতিথি কর্মজীবি মায়েদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।