সমন্বিত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ১৫০ ধরনের সেবা দেবে বিডা

402

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) সেন্টারের মাধ্যমে ৩৫টি সংস্থার ১৫০ ধরনের সেবা প্রদান করবে।
এছাড়াও ৫টি সংস্থার ২২ ধরনের সেবা পাওয়া যাবে এই সেন্টারের মাধ্যমে। বাদবাকি সেবা প্রদান করা হবে ২০২০ সালের মধ্যে।
নগরীর বিডা সদর দপ্তরে ‘থ্রি ইয়ার্স অব বিআইডিএ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিডা’র বিদায়ী নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম তাঁর শেষ কর্ম দিবসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন।
আমিনুল ইসলাম বলেন, ৩০টি সংস্থার ১২৮ ধরনের সেবার মধ্যে ২৮ ধরনের সেবা এ বছরের মধ্যে পাওয়া যাবে ওএসএস’র আওতায় বাকি একশ’ ধরনের সেবা পাওয়া যাবে আগামী বছর (২০২০)।
তিনি বলেন, ওএসএস’র মাধ্যমে সকল সেবা নিশ্চিত হলে উদ্যোক্তারা এক জায়গা থেকেই বিনিয়োগের সকল প্রয়োজনীয় অনুমোদন পাবে, যা দেশের ব্যবসা শুরুর কার্যক্রমকে সহজ করে তুলবে।
তিনি আরো বলেন, সরকার বিশ্বব্যাংকের ব্যবসা করা সংক্রান্ত আসন্ন রিপোর্টে বাংলাদেশের ব্যবসা সংক্রান্ত অবস্থানের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।