রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে : মার্কিন রাষ্ট্রদূত

210

সিলেট, ৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি আজ মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে কাজ করছে।
দুপুরে সিলেটের ঐতিহাসিক কিনব্রিজ পরিদর্শন করেন রবার্ট মিলার। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণে সিলেট নগরীর সুরমা নদীর উপর নির্মিত ঐতিহাসিক কিনব্রিজ পরিদর্শনে যান মার্কিন দূত। এ সময় তিনি প্রায় ৮৫ বছরের পুরনো ব্রিজটি ঘুরে দেখেন। সিলেটের ঐতিহ্য হিসেবে ব্রিজটি সংরক্ষণের উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব ধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন।
ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশের পাশে আছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্ধুদ্ধ হন এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।’
তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর বিশ^ সম্প্রদায়ের চর্তুমুখী চাপ অব্যাহত রাখতে হবে। সেটা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।
মিলার বলেন, ‘২০১৭ সালের আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছে। সুতরাং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।’
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্ণার পরিদর্শন করতে সিলেট সফরে যান মার্কিন রাষ্ট্রদূত মিলার।