বাসস দেশ-১০ : রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

105

বাসস দেশ-১০
উপ-নির্বাচন-জাপা- মনোনয়ন
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ আজ দুপুরে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
এরআগে প্রেসিডিয়াম সদস্য ফখর উজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব ও রংপুর মহাসগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, পার্টির নির্বাহী সদস্য ড. মেহেজেবুননেছা রহমান টুম্পা রংপুর-৩ আসনে নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ বা দ্বন্দ নেই। জাতীয় পাটি ঐক্যবদ্ধ ভাবেই রংপুর-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করবে। মনোনয়ন বোর্ড রংপুর-৩ আসনের প্রার্থী চুড়ান্ত করবে। কেউ দলীয় শৃংখলা নষ্ট করতে চাইলে দলীয় ভাবেই ব্যবস্থা নেয়া হবে
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনের আগেই বিরোধী দলীয় নেতা নির্ধারণ করা হবে।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, রংপুরে বিচ্ছিন্ন দু’একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার সাথে জাতীয় পার্টির কেউ জড়িত নয়। একটি তৃতীয় পক্ষ যদি চক্রান্ত করতে চেষ্টা করে তা সফল হবে না।
বাসস/সবি/এমএআর/১৬৫৫/এএএ