রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন উচ্চ আদালতে বহাল

173

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামী তার স্ত্রী আয়েসা সিদ্দিকার মিন্নির হাইকোর্টের দেয়া শর্ত সাপেক্ষের জামিন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আজ বহাল রেখেছে।
মিন্নিকে জামিন দিয়ে ২৯ আগস্ট শর্ত সাপেক্ষে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আপীলের শুনানি শেষে আজ আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ এ আদেশ দেন।
বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো, মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ মিন্নির জামিন আবেদন মঞ্জুর করে। আদালত তার পিতার হেফাজতে বসবাস এবং মিডিয়ার সাথে কথা না বলার শর্তে এই জামিন দেয়। এতে আরো বলা হয়, জামিনের শর্ত ভঙ্গ হলে তার জামিন আদেশ বাতিল হবে।
গত ২৬ জুন বরগুনায় রিফাত শরীফ খুন হয়। প্রকাশ্য দিবালোকে দুবৃর্ত্তরা তকে কুপিয়ে হত্যা করে। ১৬ জুলাই তার স্ত্রী আয়েসা সিদ্দিকা মিন্নিকি এই মামলায় গ্রেফতার করা হয় এবং পুলিশ ১৭ জুলাই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানালে তার পাচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়।