বাজিস-১০ : চট্টগ্রামে সিডিএ’র অভিযানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

134

বাজিস-১০
চট্টগ্রাম-স্থাপনা-উচ্ছেদ
চট্টগ্রামে সিডিএ’র অভিযানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): নগরীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আজ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে একটি ১০ তলা, দু’টি ৬ তলা, একটি ৫ তলা ও দু’টি তিনতলা ভবন এবং কাঁচা-পাকা ও টিনশেডসহ মোট ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মহিউদ্দিন বলেন, ‘সোমবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এতে কয়েকটি বহুতল ভবনসহ ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।’
বাসস/জিই/এসকেবি/১৮৪০/এমকে