বাসস দেশ-২৩ : ৪র্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট : এসডিজি অর্জনে ‘মালে ঘোষণা’ গৃহীত

184

বাসস দেশ-২৩
এসডিজি-মালে সামিট
৪র্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট : এসডিজি অর্জনে ‘মালে ঘোষণা’ গৃহীত
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : মালদ্বীপের মালেতে ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’-এ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর সংসদসমূহকে সম্পৃক্ত করতে ‘মালে ডিকলারেশন’ গৃহীত হয়।
আজ সামিটে অংশগ্রহণকারী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলংকার স্পিকার সর্বসম্মতিক্রমে কার্যকর ও লক্ষ্যভিত্তিক ১১টি সুপারিশমালাসহ এই ঘোষণা অনুমোদন করেন। মালদ্বীপের মালেতে গতকাল এই সামিট শুরু হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সামিটের দ্বিতীয় দিনে ‘ক্যাটালাইজিং দ্যা গ্লোবাল এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ- ওভারকামিং চ্যালেঞ্জেস অ্যান্ড ইউটিলাইজিং অপরচুনিটিজ টু স্ট্রেনদ্যান দ্যা রিজিওনাল এজেন্ডা ফর ডেলিভারিং অন দ্যা প্যারিস এগ্রিমেন্ট’ অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন।
অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন মালদ্বীপ পার্লামেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিটির সভাপতি আহমেদ সালিম, নেপালের অ্যাটমোসফেয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর রিজিওনাল ম্যানেজার অরনিকো কুমার পান্ডে এবং ইউএনডিপি সদর দপ্তরের ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস টিম লিডার চার্লস চ্যাওভেল।
দক্ষিণ এশীয় অঞ্চলে প্যারিস চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অধিবেশনে আলোচনা হয়। চুক্তির সফল বাস্তবায়নের জন্য বিদ্যমান আইনগত বিচ্যুতিসমূহ দূর করার কর্মপরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও এসময় আলোচনা হয়। এছাড়াও অধিবেশনে আঞ্চলিক দায়বদ্ধতার জন্য প্রতিটি দেশের সংসদের ভূমিকা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও স্বাস্থ্যের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ইকোসিস্টেম বিষয়ে আলোচনা হয়।
এ সম্মেলনে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকারগণ অংশ নেন।
বাসস/তবি/এসএস/১৮৩৮/আরজি