চট্টগ্রামে পরিবেশ অধিদফতরের অভিযানে ২ টন পলিথিন জব্দ

162

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): পরিবেশ অধিদফতর আজ নগরীর কালা মিয়া বাজারের নজির প্রিন্টিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ টন পলিথিন জব্দ করেছে।
আজ সোমবার সকালে পরিবেশ অধিদফতরের পরিচালক (চট্টগ্রাম মহানগর) আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে কালামিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেখান থেকে ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং পলিথিন তৈরির সঙ্গে জড়িত নজির প্রিন্টিংকে আগামিকাল মঙ্গলবার পরিবেশ অধিদফতরে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (চট্টগ্রাম মহানগর) সংযুক্তা দাশ গুপ্তা দুইটন নিষিদ্ধ পলিথিন জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, নজির প্রিন্টিংকে মঙ্গলবার শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। শুনানি শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।