রংপুর-৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

260

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
মনোনয়ন প্রত্যাশীরা আগামী ৪ সেপ্টেম্বর দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে পারবেন।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
এ সময় রংপুর-৩ আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনারুল ইসলাম।
১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
রোববার (১ সেপ্টেম্বর) ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, যাচাই বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আর ৫ অক্টোবর ভোট গ্রহণ।