যুক্তরাষ্ট্র-আসিয়ানের প্রথম নৌ মহড়ার জন্য যুদ্ধজাহাজ ও বিমান প্রস্তুত

293

ব্যাংকক, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র ও দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশের আটটি যুদ্ধজাহাজ, চারটি বিমান ও এক হাজারেরও বেশি সৈন্য সোমবার শুরু হতে যাওয়া যৌথ নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগর জলসীমায় যৌথ সামরিক মহড়া জোরদারের অংশ হিসেবে এ মহড়া শুরু করা হচ্ছে। খবর এএফপি’র।
আঞ্চলিক ব্লক ও ওয়াশিংটনের মধ্যে প্রথম আসিয়ান-ইউএস ম্যারিটাইম এক্সারসাইজ (এইউএমএক্স) পাঁচ দিন ধরে চলবে। এ মহড়া থাইল্যান্ডের সাত্তাহিপ নৌ ঘাঁটি থেকে শুরু হয়ে সিঙ্গাপুরে গিয়ে শেষ হবে।
দক্ষিণ চীন সাগরকে নিয়ে বেইজিং ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উত্তেজনা এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ানোর পর এ সামরিক মহড়া চালানো হচ্ছে। ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন এ সাগরের কিছু অংশ তাদের বলে দাবি করে আসছে।
ব্যাংককে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রয়্যাল থাই নৌবাহিনীর যৌথ নেতৃত্বে এ নৌ মহড়া থাইল্যান্ড উপসাগর ও দক্ষিণ চীন সাগরসহ দক্ষিণপূর্ব এশিয়ার আন্তর্জাতিক জলসীমায় চালানো হবে। সিঙ্গাপুরে গিয়ে মহড়াটির সমাপ্তি ঘোষণা করা হবে।